মেঘের আকার
মেঘের আকার
আকাশ পানে চেয়ে দেখি,
মেঘের কত আকার,
কখনো হরিণ দলে দলে,
কখনো কালো পাহাড়।
ছুটছে তারা ঊর্ধাস্বাসে,
কোথায় যাবে কে জানে,
মনটা আমার আর থাকে না,
যায় উড়ে ওই মেঘের টানে।
কখন দেখি পাল তোলা এক তরী ভেসে যায়,
সেই তরীতে মনটা আমার, মাঝি হতে চায়।
ভাবি বসে আকাশ পানে সবাই যখন চায়,
আমার মতো মেঘের আকার দেখতে কজন পায়।
আমি কবি মনের দরজা দিয়ে, আকাশটাকে দেখি,
আর কল্পনার কলম দিয়ে এই কবিতা লিখি..