মেঘ মেখলা
মেঘ মেখলা


মেঘ মেখলা ছুঁয়েছে আমায়,
মাটি থেকে অনেকখানি উচ্চতায়;
শিহরণ জেগেছিল শরীর ও মনে
তুমি তখন ছবি আঁকতে ব্যস্ত; ঘরের কোণে।
সবুজ পাহাড়ের মুখোমুখি দাঁড়িয়েছিলাম|
তোমার নাম ধরেই শুধু ডেকেছিলাম,
সে ডাক শুনেছো নিশ্চয়ই অনুরণনে...
গোপন প্রেম তবে কেন রয়েছে আজও সংগোপনে!
সিক্ত চুম্বন তার অনুভব ছড়িয়েছিল শীতলতায়,
গালের লালিমা হরণ করে নিয়েছিল অবলীলায়,
তোমার তুলিতে সেই রঙ ধরা পড়েছিল যদি...
বানভাসি হয়ে পথ হারাবেই উচ্ছ্ল এই নদী।
এমনি করেই হাজার যোজন দূরত্ব বুঝি মুছে যায়,
দুটি মন দূরে থেকেও পরস্পরের হয়ে যায়,
এমন গভীর প্রেমে ডুবতে ইচ্ছে করে নাকি শিল্পী তোমার?
বলতে পারোতো ভুল করে হলেও,
"কবি, তুমি ও তোমার কবিতা শুধুই যে আমার!"
সব পথ চাওয়া আমার শেষ হবে জেনো সেদিন,
শৃঙ্খলিত আঙ্গুলের বন্ধন খুলবে না কোনদিন
"ভালবাসি" কথাটার প্রতিফলন হবে শুভ দৃষ্টিতে
দুটি জীবন সার্থকতা খুঁজে নেবে আপন আপন কৃষ্টিতে।