❝মধ্যবিত্ত জীবন❞
❝মধ্যবিত্ত জীবন❞
_যেই জীবন আহ্লাদ আর আনন্দ হীন,
যে জীবনে খুশির সীমা নয় তো অসীম।
যে জীবন স্বপ্ন দেখে আর যায় তা ভেঙ্গে,
যে জীবন লড়ে যায় শুধু ভাগ্যের সঙ্গে।
তার নাম মধ্যবিত্ত জীবন,
সে জীবন বেঁচে থেকেও মরন।
নয়তো নিম্ন কোনো, নয়তা উচ্চাভিলাষী,
নয়তা নগ্নতার রুপ, হয় তাতে ভীষণ উদাসী।
থাকতে তাদের পারেনা আকাশ ছোয়া স্বপ্ন,
ছোট্ট তাদের আশা গুলোও হয় চূর্ন-বিচূর্ন।
পারেনা হাত পেতে চাইতে কোনো কিছু,
দুঃখ আর দূর্দশা ছুটুক যতোই পিছু।
ইজ্জত তাদের কখনো পারেনা হারাতে,
মধ্যবিত্ত জীবন গুলো এমন হয় ধারাতে।
কষ্ট আর হতাশা সারাক্ষণ,
তার নাম মধ্যবিত্ত জীবন।
☆
ইচ্ছা।
