বিকাশ দাস

Fantasy

0  

বিকাশ দাস

Fantasy

মাতৃত্ব বোধ

মাতৃত্ব বোধ

1 min
853


সরিয়ে নিচ্ছি বুক থেকে তৃষ্ণার আগুন

তবু মনে মনে পুড়ে যাচ্ছি অসহ মেঘের জলোচ্ছ্বাসে

বিষাদে বিলাসে নিঃশ্বাসে প্রশ্বাসে ।

আমার

ঘর বলতে ভাড়া বাড়ি অনেকদিনের ভাঙা আলনা

টেবিলে ফুলবিনা ফুলদানি আর আলমারি একখানা

অনেক আগে শীত লেগে হয়েছে যার পায়া নড়বড়

অন্ধকার ঘরের জঠর চুন খসে দেওয়াল দুঃখতর ।  


কুড়িয়ে ছুটির দিনের অলস প্রহর

আমার দু’চোখ কাঙ্ক্ষিতে অস্থির

তোমার স্বাগত হাতের অহং আন্তরিকতা ছুঁয়ে নিতে।

পরূষ দুপুরে ব্যস্ততায় গুছিয়ে নিশ্চুপ চাহনির ভিতে

তোমার পেটিকোট ও পাট করে সম্বল ব্রা শাড়ির ভাঁজে

ঘনিষ্ঠ জুড়ান চোখে ভালোবাসা একাকী শরীরের খাঁজে ।

ঠোঁটে প্রণয়সারা অন্তরঙ্গতার সহবাসের মোহরে

বহির্বাস কুঞ্জের বোতাম লজ্জার আনন্দ দোসরে  

আলগোছে চুমুর ইচ্ছের অভিমানে

প্রচ্ছন্ন তৃষ্ণার স্খলন

তোমার মাতৃত্বের সাধ জ্বরের রমণে

দু’হাত আগলে স্তন।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy