মাতৃত্ব বোধ
মাতৃত্ব বোধ
সরিয়ে নিচ্ছি বুক থেকে তৃষ্ণার আগুন
তবু মনে মনে পুড়ে যাচ্ছি অসহ মেঘের জলোচ্ছ্বাসে
বিষাদে বিলাসে নিঃশ্বাসে প্রশ্বাসে ।
আমার
ঘর বলতে ভাড়া বাড়ি অনেকদিনের ভাঙা আলনা
টেবিলে ফুলবিনা ফুলদানি আর আলমারি একখানা
অনেক আগে শীত লেগে হয়েছে যার পায়া নড়বড়
অন্ধকার ঘরের জঠর চুন খসে দেওয়াল দুঃখতর ।
কুড়িয়ে ছুটির দিনের অলস প্রহর
আমার দু’চোখ কাঙ্ক্ষিতে অস্থির
তোমার স্বাগত হাতের অহং আন্তরিকতা ছুঁয়ে নিতে।
পরূষ দুপুরে ব্যস্ততায় গুছিয়ে নিশ্চুপ চাহনির ভিতে
তোমার পেটিকোট ও পাট করে সম্বল ব্রা শাড়ির ভাঁজে
ঘনিষ্ঠ জুড়ান চোখে ভালোবাসা একাকী শরীরের খাঁজে ।
ঠোঁটে প্রণয়সারা অন্তরঙ্গতার সহবাসের মোহরে
বহির্বাস কুঞ্জের বোতাম লজ্জার আনন্দ দোসরে
আলগোছে চুমুর ইচ্ছের অভিমানে
প্রচ্ছন্ন তৃষ্ণার স্খলন
তোমার মাতৃত্বের সাধ জ্বরের রমণে
দু’হাত আগলে স্তন।