মারণযজ্ঞ
মারণযজ্ঞ
একপাশে পাহাড়ের নিশ্চুপ ঢাল
অন্যপাশে সাগরের উত্তাল তরোয়াল
তবু রসায়ন উগরে দিল আগুন
টেকনোক্রাটের জঙ্গলে তপস্বীসাধন
ঢ্যারা কেটে দিল ফাঁকির ঘরে
ফাঁকে পড়ল বিজ্ঞান
মহর্ষি হাতের ছোঁয়ায় যে কথা হয়নি বলা
হঠাৎ উত্তেজনায় উঠে এল
তরুণ আঙুল বরাবর
স্পর্ধিত বুদবুদের মহার্ঘ সন্দেশ
আজন্ম অন্তরিন রয়ে গেল
মনুষ্যাকৃতি ভস্মের নিচে