Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

PRIYABRATA DAS

Abstract Romance

5.0  

PRIYABRATA DAS

Abstract Romance

মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য

1 min
490


ত্যাগ -

বড়োই ছোটো একটা শব্দ,

কিন্তু এর অনুভূতি যেনো মরুভূমির বালুকনাগুলির যোগফল,

যেখানে ফলাফলের আগেই হাঁপিয়ে ওঠে মানুষ,

মানুষ যে এখন ধৈর্যহীন, চঞ্চল, অস্থির চিত্ত সমন্বিত।


অনুভব -

যেখানে চাওয়া পাওয়া গুলি সামান্য কিঞ্চিৎ,

কিন্তু সেই ছোটো ছোট পাওয়াগুলিকে পেতে,

কাউকে অপেক্ষা করতে হয় মাস, কেউবা আমৃত্যু,

কারুর পূরণ হয়, কেউ আশা নিয়েই বেঁচে থেকে যায়।

সংস্কার -

বড়ো হওয়ার অনুপ্রেরণা,

কিন্তু সেই স্বাদের আস্বাদন পেতে কেউ লড়াই করে একা,

কেউবা মনের রঙে এঁকে দিয়ে যায় ভালোবাসার জলছবি,

তবুও সবাই মনে রাখে না তার নিভৃত ছোঁয়া।


ভালোবাসা -

মরুভূমির তপ্ত বালুরাশির মরুদ্যান।

যখন মানুষ আশাহীন হয়ে পড়ে, খুঁজে বেড়ায় একটুকরো ভরসা,

পেতে চায় শত ক্লান্তির মধ্যেও একটু বিশ্রামের উদ্যান

তবুও মেলে কি? পায় কি বেঁচে থাকার জন্য মরুদ্যানের আশ্রয়?


জীবন-

এক রঙ্গমঞ্চের পটভূমি,

যেখানে রোমান্স, ট্র্যাজেডি, দুঃখ ও প্রেমের আদলে হয় অভিনয়,

আর সেই অভিনয়ের জালে জড়াতে জড়াতে শেষে শুরু হয়,

প্রেমের অভিনয়, ভালোবাসার অভিনয়, বিশ্বাসের অভিনয়।


সত্যি কি আমরা স্বার্থপর, এই জগতের সাথে তাল মিলিয়ে ?

আমরাও তো পারি ভাষাহীন অনুভূতি, চাওয়া পাওয়াকে মূল্য দিতে;

আমরা শুধুই তাই একসাথে মানুষের সাথে মানুষের জন্য বাঁচবো,

যাতে নষ্ট না হয়ে যায় ভালোবাসার রঙে ভরা বেঁচে থাকা আবেগ।

তবেই আমরা নব প্রজন্মকে উপহার দিতে পারি কলঙ্কমুক্ত সমাজ।ে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract