মানসীর বুকে
মানসীর বুকে
কিন্তু, ফোয়ারাটা সাময়িক!
ভেসে আসে একফালি সাদা!
ক্ষণিকের তরে তার বুকের ওপর,
পিপাসু ঠোঁট আছড়ে পড়ে|
সাময়িক ফোয়ারা, গুহার ভেতর ঝর্ণা;
কবির মুখোমুখি মক্ষি – মধু মানসী!
একরাশ সাদা নদী, ঝাপসা মানসী;
সবই, মরীচিকার মতো মিথ্যে?
ফিরে আসে কবিতায়, মধু মানসী!
ছবি আঁকে কবির ডাকে – সাদা ছবি|
মানসীর বুকে মিশেছে ঠোঁট,
পিপাসু দৃষ্টি কবির – উষ্ণ অনুরাগে!

