লক্ষীর ব্রতকথা
লক্ষীর ব্রতকথা
ধান ক্ষেতে ধরা পুঁটি গুগলি ঘামে ভিজে আসা চোখের পাতা
পড়ন্ত রোদে ফেরে অন্নদাতা
সান্ধ্য ক্লান্ত বিছানা জামার ফোঁকর জুড়ে পাঁজরার হাড় দেখা
পায়ের চামড়ায় অঙ্ক স্যারের দাগ টানা অসংখ্য বক্ররেখা
কাঁচা পাকা চুল পোকা কাটা রোদের উত্তরীয় ছিড়ে জন্ম কথকথার নবান্ন আসে না তো আর!
চারা থেকে পেকে ওঠা বহুবর্ণ ভরা ফসলের নিহত রূপকথা
চালভেজা লক্ষীর ব্রতকথা ।