STORYMIRROR

Joydeep Chakrabortty

Abstract Romance Classics

3  

Joydeep Chakrabortty

Abstract Romance Classics

লকডাউন ডায়েরি

লকডাউন ডায়েরি

1 min
495

সপ্তাহ দুই গৃহবন্দী।

বেশ কাটছিল সময়।

গা-সয়ে যাওয়া মনের ফুরফুরে মেজাজ।

আজ হটাৎ উধাও শীতল ছায়া।

লকডাউনের চড়া রোদে ওষ্ঠাগত প্রাণ।

অথচ, আজই সময় বড় অকুলান।

সারাদিন অক্লান্ত বার্তালাপ,

পরিচিত মানুষের ভিড়।

তবু, মনের গহীনে অব্যক্ত শিরশিরানি -

অসম্পূর্ণতার ছিটে।


হটাৎ শুনতে পাই,

মগজের ভেতরে কেউ চেঁচিয়ে বলে -

“ সে তো আসেনি আজ”।

তুই কি সেই শূন্যতা?

বই পড়তে পড়তে অকস্মাৎ বন্ধ হয়ে যায়।

কই ? কেউ তো শুনছে না।


আদত সে মজবুর হাত,

বারবার টিপে ধরে মোবাইল-এর গলা -

কিছু উগরে নেবার আশায়।


এই বিনিদ্র একাকী রাত।

এই কি বাস্তব?

তোর সাথে কাটানো সময় -

সে কি স্বপ্নের মাঝে?

বড্ড ইচ্ছে করে ছুঁয়ে দেখতে তোকে।

তুই স্বপ্ন সুন্দরী না রক্ত মাংসের?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract