লেখো কবিতা
লেখো কবিতা


শুয়ে তুমি আমার পাশে
যদি তোমার ঘুম না আসে লেখো কবিতা
ঘুম জড়ানো আমার খোলা পিঠে
শব্দের উল্কি মেখে উড়িয়ে আলোর প্রজাপতি
আকাশের ক্যানভাসে।
থাকে যেন সেই কবিতায় সততার উচ্ছ্বাস
তোমাকে দিয়েছিল বিরহ জ্বালা সারাদিনের আলো
রাতটুকু কাছে পেলে জড়িয়ে থাকাটায় ছিল ভালো
জাগিয়ে শিহরণ অনুভবের আদর মাখা বাতাসে।
থাকে যেন সেই কবিতায় শব্দের প্রতিবাদ
ছিলাম ডুবে বৃষ্টির সঙ্গে এক দু’জনের অতল গভীরে
মেঘকাটা শেষবেলা নেশার বাঁধনটায় বেঁধে শরীরে
লুকিয়ে বারণ অভিমানের পলক ভারি নিঃশ্বাসে।