লাল গোলাপ
লাল গোলাপ
তোর ভালো লাগাটা আমার কাছে
লাল গোলাপের থেকে ও দামি।
তবু হতে পারলাম নারে আমি
তোর পাগল প্রেমি।
অজান্তে ভালোবেসেও ফেলছি আমি তোকে
তবু সে ব্যাথা রেখেছি বন্দি করে বুকে।
কেউ হয়তো আগের মতো করে
ভালোবাসা অনেকটা কঠিন,
মনটা তো বদলে গেছেছ বহুদিন ।
আজকাল ভয় হয় হতে স্মৃতির দাস,,
তবু দেখি নতুন করে তোর কথা ভাবা
হয়ে গেছে আমার রোজ করা অভ্যেস
এখন হৃদয় আবার ফেলছে দীর্ঘশ্বাস,,
মন মানছে না কোনো বারন,
বুঝছি ভালোবেসে আবার হয়তো
হবো আমি দক্ষিণ বাতাস,,,
কোন বসন্তে লাল গোলাপ
হেসে জমাবে আবার আলাপ।
কবিতা অক্ষরে আসবে কান্নার ছাপ

