কুয়াশা
কুয়াশা
কুয়াশা ঢাকা পথে হারায়,,,,
হাজারো উজ্জ্বল আলো,,,
ভোরের শিশিরে নেই অনুভূতি,,,,
উষ্ণতায় বদলালো,,,,,,,
এলোমেলো ভাবে বইছে হাওয়া,,,,,,
ঝরা পাতার বনে,,,,,,,
হৃদয়টা যে কেঁপে উঠছে,,,
প্রতিটি ক্ষনে ক্ষনে,,,,,,
মনে পড়ছে হাজারো বিষাদ
অার বিষন্নতার ছাপ,,,
শৈত প্রবাহে কমে যাচ্ছে,,,,
রৌদ্রময়ের তাপ,,,,,
ধীরে ধীরে কুয়াশার চাদরে
জড়িয়ে যাচ্ছে মন,,,
কুয়াশা ভেদ করে অাসবে কবে,,,
রৌদ্র আলোরণ,,,,,,,,,
নাকি সবকিছু এভাবেই থাকবে
কুয়াশা চাদরে জড়িয়ে,,,,
রৌদ্রময়ের আলো কি আর
পরবে না নাকো ছড়িয়ে,,,,,,,,,

