STORYMIRROR

Naziul Mamun

Fantasy Others

3  

Naziul Mamun

Fantasy Others

ডিপ্রেশন😒💔

ডিপ্রেশন😒💔

1 min
268


সপ্নগুলো যাচ্ছে ধীরে ধীরে ভেঙে,,,,,,

মনের সব সুখ যাচ্ছে তো হারিয়ে,,,,

ভালো লাগে না অার এই ভূবন,,,,

কখন যে অাসবে সুখের মরন,,,,,,


ইচ্ছে তো করে নিজেই নিজেকে

শেষ করে দেই এক নিমেষে,,,,

কিন্তু অামার যে হাত পা বাঁধা,,,,

চাইলেও করতে অামি পারবো না তা,,,,,,,,


বুকের মাঝে পাথর চাপা দিয়ে,,,,,

দিচ্ছি এ ভূবনে দিন কাটিয়ে,,,,

অপেক্ষায় অাছি কবে চলে যাবো,,,,,

অার এ বেদনা থেকে মুক্তি পাবো,,,,,


জীবিত লাশ হয়ে বেঁচে অাছি,,,,,,

কাটিয়ে দিচ্ছি শত দিবানিশি,,,,

মুখে নিয়ে শতদল নকল হাসি,,,,,

ভিতরে সবসময় দুঃখের সাগরে ভাসি,,,


রাত যত বাড়ে তত বাড়ে বেদনা,,

অাঁখি দিয়ে ঝরতে থাকে কষ্টের ঝর্না,,,,

বাড়তে থাকে ভেতরে বিষাদের কড়াঘাত,,,,

নিভতে থাকে সব সুখের অালোকপাত,,


টুকরো টুকরো হয়ে গেছে এ অভুজ মন,,,

হৃদগহীনে শুধুই কষ্টের অাবরণ,,,,,,

হারিয়ে গেছে সব সুখের অালোড়ন,,,,

জীবন ঘিরে শুধু এখন কঠিন ডিপ্রেশন,,,










ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Fantasy