STORYMIRROR

Naziul Mamun

Romance Fantasy Others

3  

Naziul Mamun

Romance Fantasy Others

চাইলেই কেউ পাবে না অামাকে

চাইলেই কেউ পাবে না অামাকে

1 min
230

কুয়াশা ঘেরা শীতের সকালে 

হাটছি নির্জন রাস্তায়,,

অাশেপাশে কোউ নাই,,

কেমন যেন নীরবতা চারদিকে,,,,


গাছের পাতা ঝরে পড়ছে

কনকনে ঠান্ডা হাওয়া বইছে,

ধীরে ধীরে হেঁটে চলেছি,,

মিশে যাচ্ছি কুয়াশার মাঝে,,,,,,


মনে অাজ বিষন্নতার ছায়া

কিছুই যে ভালো লাগছে না

সামনের দিকে হেঁটেই চলেছি 

কুয়াশা ঢাকা দিগন্তের দিকে,,, 


একসময় হাঁটতে হাঁটতে 

মিশে গেলাম ঘন কুয়াশার মাঝে,

কেউ অার অামাকে পাবে না খুজে,

চলে গেছি দূর অজানার রাজ্য,,,,,,,,,


শীতের সকাল অার বিষন্নতায় ঝরা দিন

সব যেন বিষন্নতায় ঘিরে অাছে,,,

ওরা সবাই অামাকে খুজছে,,,,

কিন্তু কি করে পাবে অামায়,,,


অামি তো অার নেই তাদের দুনিয়ায়,,,,

অামি তো মিশে কুয়াশার মাঝে

চলে গেছি এক দুর অজানার রাজ্য

কেউ চাইলেও অার পাবে না অামাকে



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Romance