❤️প্রথম প্রেম❤️
❤️প্রথম প্রেম❤️
তোকে বড্ড ভালবাসতাম রে
কিন্তু পরিস্থিতির কবলে পড়ে দুজনে আজ আলাদা।
কতটা দুরে অবস্থান করছি আমরা দুজনে।
হারিয়ে গেছে রাতভর জেগে চ্যাটিং,
এখন শুধুই চলে রাতভর জেগে অন্তহীন কান্নার নিঃশব্দ ধ্বনি।
আমি তো গভীর রাতে কান্না করি না,
কারন শুকিয়ে গেছে আমার চোখের পানি।
শুধু যখন খুব কষ্ট হয় বুকের বামপাশে তখন হাত দিয়ে চাপ দিয়ে রাখি।
যাতে কষ্ট টা একটু কমে যায়।
তুই কেমন আছিস রে??
এখনো ভালোবাসিস তাই না,
কিন্তু আমি তোকে এত কষ্ট দিলাম তবুও
কেন? কেন আমাকে ভালোবাসিস??
তুই কি রাত জেগে কান্না করিস??
এমনটা করিস না রে তোর কিছু হয়ে গেলে
আমি পারবো না নিজেকে ক্ষমা করতে।
তোকে কষ্ট দেওয়ার অনুতপ্ততায় কষ্ট পাচ্ছি সারাক্ষণ,
তোর থেকে ক্ষমা চাওয়ার সুযোগ টাও পাইনি।
তুই কি পেরেছিস আমায় ক্ষমা করতে???
জানি ক্ষমা করতে পারবি না,
ক্ষমা না করারই কথা, যা কষ্ট দিছি তোকে
এমন কষ্ট মনে হয় কেউ কাউকে দেয় না।
জানি না কোনদিন দেখা হবে কিনা,
আমাদের প্রেম তো কাটলোই অনলাইনে,
যদি কোনদিন দেখা হয়ে যায় আমাদের
তখন তুই কি করবি??
আমার সাথে কথা বলবি নাকি মুখ ঘুরিয়ে চলে যাবি??
অবশ্য মুখ ঘুরিয়ে চলে যাওয়াটাই স্বাভাবিক।
যদি কোনদিন আবারো কথা হয়,
শুধু আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ টা দিস,
আর কোন কিছু বলতে হবে না তোকে,
শুধু পারলে ক্ষমা করিস এই খারাপ মানুষটাকে।
জানি না তোকে এখনো ভালোবাসি কিনা
কিন্তু কষ্ট হয় তোকে কষ্ট দেওয়ার জন্য,
অকারণে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলছি।
আমার হৃদয়ের এক কোণে তুই সারাজীবন রয়ে যাবি আমার প্রথম প্রেম হয়ে।
শেষে আবারো বলছি ক্ষমা করিস আমায়,,,,,
ভালো থাকার চেষ্টা করিস প্রিয়,
ভালো থাকিস তুই তোর শহরে,
আমি না হয় তোকে কষ্ট দেওয়ার অনুতপ্ততায় ডুবে থাকবো নীরব অন্ধকারে।
কোন এক নতুন ভোরে যদি দেখা হয় আমার সাথে তোর শহরে তাহলে একটিবার,
শুধু একটিবার সুযোগ দিস ক্ষমা চাওয়ার।
তোর থেকে ক্ষমা চেয়ে দুইজন চলে যাবো দুই দিকে।
কখনো আর হবে না দেখা,
আমার প্রথম প্রেমের স্মৃতি হয়ে থাকবি তুই সবসময় আমার হৃদয়ের গভীরে,
তুই আমাকে তোর স্মৃতি বানিয়ে না রেখে ভালো থাকবি সবসময় তোর শহরে।
লিখনে

