কুয়াশা ২
কুয়াশা ২
কুয়াশা তার বিষন্নতার চাদর নিয়ে চলে এসেছে অামাকে ঢাকতে,,,,,,,
অামিও অাপন মনে জড়িয়ে যাচ্ছি কুয়াশার চাদরে,,,,,,,,,
তাছাড়া অার নেই কোন উপায়,,,,,,
বাস্তব টা যে বড়ই কঠিনময়,,,,,,,
এই কঠিন বাস্তবতাকে কাটিয়ে উঠার
নেই কোন শক্তি অামার মাঝে,,,
তাই তো অামি যাচ্ছি গো মিশে,,,
ঘন কুয়াশার চাদরের ভাজে,,,,,,,,
ইচ্ছে নেই অার বাস্তবটাকে
অাপন করে নেওয়ার,,,,,,,
তাই তো কুয়াশার সাথে
যাচ্ছি চলে ওপার,,,,,,,,,,
ফিরবো না অার কোন দিনও
এই কঠিন বাস্তবতার মাঝে,
ওপারেই গড়বো নতুন ঘর
থাকবো নতুন সাজে

