STORYMIRROR

Naziul Mamun

Fantasy Others

2  

Naziul Mamun

Fantasy Others

অশ্রুধারা😭😭

অশ্রুধারা😭😭

1 min
149


গভীর রাতে বালিশ ভেজাই অশ্রু ভেজা জলে,,,,

কষ্ট গুলো তখন অামার সাথে নানান কথা বলে,,,


ঝরতে থাকে গাল বেয়ে নোনা জলের ধারা,,,

তখন শান্তনা দেওয়ার মতো কেউ দেয় না সাড়া,,


থামে না তো সে ধারা ঝরতে থাকে অঝোরে,,,,,

বাড়তে থাকে কঠিন বেদনা এ হৃদমাঝারে,,,,,


অশ্রুর সনে ঝরে পড়ে হাজারো কষ্টের কণা,,,,

মনে তখন থাকে শুধুই বিষাদের অালাপনা,,,,,


অাওয়াজ ছাড়া নীরবে ঝরাই বেদনার অশ্রুধারা,

হৃদগহীনে তখন শুধু দেয় দুঃখ সাড়া,,,,,,,,,,,,,


রাত যত হয় গভীর বাড়ে একা নীরবতা,,,,,,

চারদিক দিয়ে অাসে ঘনিয়ে অদ্ভুদ বিষন্নতা,,,,


রাত গভীর হওয়ার সাথে সাথে কষ্টগুলো বলে,,,,

চল না তারাতাড়ি মিশে যাই তোর চোখের জলে,,


তাই তো অশ্রুকণা গুলো অার দেরী না করে,,,,,

গাল বেয়ে নির্দয়ের মতো অঝোরে ঝরে পড়ে,,,


একসময়ে বালিশ ভিজে হয়ে যায় একাকার,,,,,

কষ্টগুলো বালিশের সাথে মিশে হয় নিরাকার,,,,


এভাবেই প্রতিটা রাত্রি কাটাই বালিশ ভিজিয়ে ভিজিয়ে,,,,,,

কষ্টগুলোকে প্রতি রাতেই দেই বালিশে মিশিয়ে,,,,


জানি না এভাবে বালিশ ভিজিয়ে কতদিন চলবে জীবন,,,,,,

হয়তো এভাবেই থাকতে থাকতে অাসবে শেষক্ষন।










Rate this content
Log in

Similar bengali poem from Fantasy