কুউউউ
কুউউউ
কোকিল রে, মনেহয়, তুই কিন্তু টোটাল ই পাগলা,
রাত দুটো থেকে সাধা শুরু হয় তোর গলা ।
ভোর পর্যন্ত চলে, মাঝে মাঝে একটু বিরতি,
আমগাছের কাক গুলো করেনা প্রতিবাদ,
জানায়না একটুও আপত্তি অথবা বিরক্তি ।
আসলে রাতে বোধহয় ওদের কথা বলা বারণ,
তাই ঘুম ভেঙে গেলেও থাকে চুপ করে অকারণ।
প্রথমে কুহু কুহু কুহু কুহু, তারপর কু _হু, কু_হু,
হঠাৎ কখনও মনে পড়ে গেলে বলিস কুউউউ।
কিছুক্ষণ পর বোধহয় আবার ঐ সুরটা যাস ভুলে,
তোর প্রিয়া নিশ্চয়ই লক্ষ্য করেনা এসব গোলেমালে।
কি করে জানবে বল্, তুই যে ডাকিস রাত বিরেতে !
ভোর হবার পর, সাড়ে পাঁচটায় একটু সকালে,
যখন দোয়েল, কাক, ঘুঘু, বুলবুলিরা জাগবে সকলে,
টুনটুনি সকাল সকাল একনাগাড়ে টুইট করে চলে !
বুঝিনা, তখন কেন তোর প্রেম ওঠেনা উথলে?
তুই কি দিনের আলোয় লজ্জা পাস, না সুর ভুলিস!
নাকি তোর ডাকে কেউ সাড়া দেয়া বলে রাগ করিস?
বলতো অভিমানে কোথায় মুখ লুকিয়ে থাকিস?
আর কদিন পরে, বসন্ত তো এরপর যাবেই চলে,
তোকে বয়কট করবে দেখিস নিশ্চয়ই সকলে মিলে।
দিন রাতের তফাৎ টা একটু ভালো করে বোঝ্,
দিনের বেলায় ভালোবাসার জনকে খোঁজ ।
আর হ্যাঁ, ঐ সোজা সাপটা কুউউউ গানটা ভুলিসনা,
তোর ডাকে সাড়া না দিয়ে ও যে থাকতে পারবেনা।
