কুশল বন্দী হৃদয়
কুশল বন্দী হৃদয়


তুমি চিঠিতে লেখো
“আমি ভালো আছি “
আমিও লিখি “আমি ভালো আছি”
দু’জনের ভালো থাকার বৃষ্টির ঢেউ
সহজে ভিজিয়ে মরুর প্রাঞ্জল নিরুত্তর আকাশ
ভাসিয়ে হাওয়ায় চেপে রাখা নিশ্বাস প্রশ্বাস
দূরত্বের সামিয়ানায় কুশল বন্দী হৃদয়
আমার অভাব তোমার জীবনে
তোমার অভাব আমার জীবনে ।