ক্ষণিকের যাত্রী
ক্ষণিকের যাত্রী
তুমি যাকে আপন ভেবেছিলে, একান্নবর্তী পরিবারের একজন!
সে তো তোমার ছিল না কোনোদিনই,
সবটাই মনের ভ্রম!
কিছুদিনের যাত্রী হ'য়ে তোমার কামরায় ছিল কিছুক্ষণ,
তাকিয়ে ছিল তোমার নরম চোখের চাহনিতে,
আলতো আবেশে তুমিই শুধু অবিন্যস্ত!
গন্তব্য স্টেশনে তার মানুষ অপেক্ষারত,
কী ক'রে তোমায় নতুন স্বপ্ন দেখাবে?
চাওয়া- পাওয়ার সংসারে অস্থায়ী শিবিরের যাত্রী সে।
তুমি বুঝতে পারনি ঘষা কাঁচের প্রাচীর!
অবারিত ঝর্ণার শব্দ এখন তীব্রভাবে শ্লেষাত্মক বিদ্রূপ করছে বারংবার,
ট্রেনের সংরক্ষিত কামরায় আর কাউকে আপন করো না,
সবার গন্তব্য স্টেশন আলাদা।