STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

ক্ষমতা

ক্ষমতা

1 min
423

ক্ষমতার অহংকারে আর দাপটে

আইনকে রাখি আমার পকেটে ।

যারা সেলাম করে আমাকে

জানি ,ভালবেসে নয় করে ভয়ে

ভক্তি , শ্রদ্ধা ,সন্মান পাই ক্ষমতার জোরে ।

টাকার জোরে পাব আমি আরো ক্ষমতার দেখা ,

গাড়ি ,বাড়ি নাই তো আমি কিসের সমাজের হোতা !

সবাই শুধু চেনে টাকা আর ক্ষমতা।

জানি এই ক্ষমতার জোর থাকবে না চিরদিন ,

তাই ক্ষমতা হারানোর ভয়ে করি অহংকার প্রর্দশন।


নিজের দুর্বলতা আর অক্ষমতা

ঢাকা দিতে করি অভিনয় উদারতা ।

জুলুমবাজি করি যাতে ভয় হয় শত্রুর মনে

জয়ী হতে আক্রমন করি দুর্বলের পানে ।

সত্যকে যে আমি বড্ড ভয় পাই

সত্যকে তাই মিথ্যা দিয়ে সরাই ।


দম্ভ হল অস্ত্র আমার

নিজের অক্ষম ঈর্ষাকে চরিতার্থ করার ,

অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract