ক্ষমা নাই
ক্ষমা নাই


যারা প্রতিনিয়ত প্রকৃতির রক্তের ভিতর
ঢেলে দেয় সভ্যতা বিনাশী হেমলক
যারা প্রতিনিয়ত দূষিত করে সুপেয় জলের নদী
ধর্ষনের নগ্নতায়, মৎস্যকামিতায়, হিংসা আর
রিরংসের দাহে পুড়িয়ে দেয় চক্রবাল
তাদের ক্ষমা নাই।
আবহমান বৃক্ষের লীলালাস্যে এ আমার সভ্যতা
আমাকে দেয় বিশুদ্ধ বাতাস আর পাতার মর্মর
আমি তার অবিরহ মূগ্ধতায় আমার ভবিষৎ দেখি
পুষ্পের পরাগ ঠোঁটে মেখে আমার বোন লিলাবতী
অকাল বার্ধক্য ঠেকিয়ে রাখে ছন্দে ও কলায়
আমি সেই প্রকৃতিকে সালাম জানাই।
যারা কেটে নেয় বৃক্ষের অঙ্গ প্রত্যঙ্গসমুহ
যারা ক্রমপ্রসারিত বৃক্ষের ছায়াকে ভক্ষন করে
যারা শিউলি আর বকুলের কৌমার্য হরণ করে
আমার জনক এ পৃথিবীর পিঠে ছুরিকাঘাত করে
যারা অকারনে রক্তের বন্য বইয়ে দেয়
ফরমালিনের বিষাক্ত ছোঁয়ায় যারা দূষিত করে
বর্তমান ও অনাগত ভবিষতের সজীব হৃদপিন্ড
তাদের ক্ষমা নাই