কর্তব্য
কর্তব্য
নিজের কাজটুকু করে যাও,
সে তাে অবশ্যই করতে হবে.
কিন্তু আমরা সমাজে বাস করি,
আমাদের চারপাশে যারা বসবাস করেন,
তাদের সুবিধা অসুবিধা দেখাটাও..
নইলে নিজের বিবেকের কাছে,অপরাধী হতে হয়।
আমাদের প্রতিবেশী যারা আছেন তারাও আমাদের পরিবারের।
তাই নিজের কাজ বাদেও আমাদের আরাে কিছু সমাজের প্রতি কর্তব্য থেকেই যায়,।
খুবই নিকটস্থ..
