কৃষ্ণধন
কৃষ্ণধন
কৃষ্ণধন
২০/৫/২৩
বৃষ্টির জল গড়িয়ে পরছে ছাদ বেয়ে,
বারান্দায় দাঁড়িয়ে হাতে মাখছে এক মেয়ে।
মন চাইছে আজ হারিয়ে যেতে,
শীতল স্পর্শে প্রেমের প্লাবনে ভেসে।
উদাস নয়ন অবশ শরীর,
যতদূর দৃষ্টি যায় বৃষ্টি ধারায় আবছা দুকূল,
চোখে পড়ে না কোন মাঝি,
কে করবে তাকে উদ্ধার আজি?
এযে তার ভাদ্রের দিনের ভাবনা,অকূল আশঙ্কা,
ব্যাকুল হৃদয় মন,উচাটন জীবন,
কোথায় মিলবে তার কৃষ্ণধন?

