কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া
1 min
332
আজ হঠাৎ উদাসী দুপুরে
যখন আমি তন্ময় হয়ে অতীতে তন্ময়
তখন হঠাৎ উপহার দিতে এল জীবন
এক গুচ্ছ কৃষ্ণচূড়া
কি প্রচণ্ড লাল সেই কৃষ্ণচূড়া
যার আভায় আমি উদ্ভাসিত
যার সৌরভে আমি যেন ডুবুরি
যার সতেজতায় অনাবী নদীতেও ঢেউ ওঠে।
দুপুরে বসে ভাবছি
আবেলায় কৃষ্ণচূড়া
সকালে নিয়ে এলে ফুলদানি তে রেখে ঘর সাজাতাম
ভাবতে ভাবতে জানলার দিকে তাকিয়ে দেখি
বিকেল নিঃশব্দে আগত
আমাদের বাড়ির একটু দূরে বকুল তলায়
কতগুলো কিশোরী বকুল ফুল কুড়িয়ে
আঁচলে রাখছে
মালা গাঁথবে বলে
আমি দীর্ঘশ্বাস ফেলে নীরবে হাসলাম
অনেকটা সময় পেছনে ফেলে এসেছি
আর