STORYMIRROR

KABITA SEN

Tragedy Others

3  

KABITA SEN

Tragedy Others

কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

1 min
281

আজ হঠাৎ উদাসী দুপুরে

যখন আমি তন্ময় হয়ে অতীতে তন্ময়

তখন হঠাৎ উপহার দিতে এল জীবন

এক গুচ্ছ কৃষ্ণচূড়া

কি প্রচণ্ড লাল সেই কৃষ্ণচূড়া

যার আভায় আমি উদ্ভাসিত

যার সৌরভে আমি যেন ডুবুরি

যার সতেজতায় অনাবী নদীতেও ঢেউ ওঠে।


দুপুরে বসে ভাবছি

আবেলায় কৃষ্ণচূড়া

সকালে নিয়ে এলে ফুলদানি তে রেখে ঘর সাজাতাম

ভাবতে ভাবতে জানলার দিকে তাকিয়ে দেখি

বিকেল নিঃশব্দে আগত

আমাদের বাড়ির একটু দূরে বকুল তলায়

কতগুলো কিশোরী বকুল ফুল কুড়িয়ে

আঁচলে রাখছে

মালা গাঁথবে বলে

আমি দীর্ঘশ্বাস ফেলে নীরবে হাসলাম

অনেকটা সময় পেছনে ফেলে এসেছি

আর



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy