STORYMIRROR

KABITA SEN

Abstract Inspirational

2  

KABITA SEN

Abstract Inspirational

আমি নারী আমিও পারি

আমি নারী আমিও পারি

1 min
4.8K

আমি নারী আমিও পারি

খাঁচার দরজা খুলে দিলেই

আমিও স্বপ্ন গুলো ছুঁতে পারি


আকাশ তোমার নীলের ধারায়

আমিও ইচ্ছে ডানা মেলতে পারি

আমার পায়ের বেড়ি ছিঁড়ে দেখ

সামনে কেমন হাঁটতে পারি

পথ যদি দাও অভয় বাণী

তবে দেখবে আঁধার আমি কেমন ছুটি

আমি নারী আমিও পারি।


ডুবুরিও আমি হতে পারি

জাহাজ যখন চালাই

পাইলট তো হয়েছি জানো

আমি যুদ্ধেও করি লড়াই


চাঁদের মাটিতে আমি পা ফেলে ছি

এভারেস্ট করেছি জয়

আমি ঝাঁসির জন্য তলোয়ার হাতে

নাশ করেছি ভয়।


বধূ হয়ে ঘোর সংসারী আমি

রান্না পুজো সেবা

আর পুলিশ পোশাকে বন্দুক হাতে

আমার আর এক পৃথিবী দেখা

আমি প্রশব ব্যথায় যন্ত্রনা কাতর

সদ্য শিশুর মা

আমিই সাহসীনি মহাকাশচারী

সেই কল্পনা চাওলা।


হায়রে সমাজ

যে মানুষের আমি প্রাণ বাঁচিয়েছি

ডাক্তারি পাশ করে

সে মানুষই আমায় পুত্র দাবীতে

ভ্রূণতেই হত্যা করে


একটা মেয়ে একলা হাঁটে

নেই কেউ যার পাশে

মায়ের ওষুধ ভাতের চাল

তার রোজগারই আসে

সময় বয়ে যায় দায়িত্ব পালনে

আমার হাজার স্বপ্ন ভাঙে সত্য

তবুও আমি নারী বলেই বোধ হয় করতে পারি

সারা জীবন কর্তব্য ।


আমি নারী আমিও পারি

একটা নীল আকাশ দিলেই আমিও খুব

উড়তে পারি

একটা খোলা জানালা দিলেই আলোর স্রোতে

ভাসতে পারি

আমি নারী আমিও পারি


আমি নারী আমিও পারি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract