কোথায় তুমি বাবা
কোথায় তুমি বাবা


কোথায় তুমি হারিয়ে গেলে
ফিরবে না তো আর,
সেথায় কি যাওয়া যাবে
তোমায় দেখতে একটিবার?
জানি চিরদিন থাকবে না কেউ
সবাই যাবে চলে,
তবু তোমার কথা পড়ছে মনে
ভরছে চোখ জলে;
তোমার হাতটা ধরেই চলতে শেখা
এখন তুমি নেই,
পরজন্মে বাবা হয়ে যেনো
পাই তোমাকেই।