কল্যানী
কল্যানী
ঐ ছেলেরা খেলা করে ,
গলাভেজা ডোবা জলে ।
পানাপুকুর থেকে গুগলি ,
পানিফল তোলে
বাবা মা সংসার ,
রাখে হরি ভরসার ।
কেউ মরে জলে ,
কেউ সাপের ছোবলে ।
পলু বেঁচে আছে ,
পরমায়ু বল-এ ।।
মাটি কেটে ইট বয়ে ,
পলু ক্রমে বড়ো হয় ।
ভাদর মাস কাছে আসে ,
রূপ খোঁজে আয়নায় ।
বৃষ্টি ভেজা বনফুল ,
গন্ধ বিলায় ।
আদিম প্রকৃতি পলু ,
মমতাময়ী কল্যানী ।
পলু তাই মেয়ে নয় ,
মেয়েছেলের কাহিনী ।
