কল্পনার রং বাস্তবে
কল্পনার রং বাস্তবে


বাস্তবের পাতায় একটা ছবি এঁকেছিলাম,
কল্পনার রং দিয়ে রঙিয়েছিলাম,
গাঢ় গোলাপী রঙের সে ছবি,
আজ কত ফ্যাকাসে দেখি আমি।
কম বয়সে কল্পনা জোয়ার আনে
তখন বাস্তবতা অনেক দূরে থাকে,
রঙিন পাখায় ভর করে উড়ে বেড়ায় মন
সে আনে এক শরীরী শিহরণ।
বাস্তব যেনো ভাটার মতন আসে
কল্পনাগুলো চলে যায় ভেসে,
বাস্তবতা শেখায় জীবনের মানে
সুখ দুখ দুই আছে জীবনের পথে।