Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sulata Das

Abstract Fantasy Others

3  

Sulata Das

Abstract Fantasy Others

কলি যুগ

কলি যুগ

1 min
218


    প্রতারণার আঁধারে ছেয়েছে আকাশ,

বিশ্বাস তাই আজ ফেলছে দীর্ঘশ্বাস,

    অমানবিকতা গলা টিপে ধরেছে মনুষ্যত্বের,

মানব জীবনে নেমে এসেছে 

    একাকিত্বের অভিশাপ। 

স্বার্থপরতা সরীসৃপের মতো গিলছে-

    উদারতা-মহানুভবিতা মানুষের 

ভালো গুণ ছিল যত-

     চোখের কোণে লোভ চিক-চিক করছে 

নকল সোনার মতো।

    ছোট ছোট ইচ্ছে গুলো আজ 

মনের মণিকোঠায় উঁকি দিতে ভুলে গেছে,

    জানিনা কিসের নেশায় মানুষ 

অহর্নিশি দৌড়ে বেড়াচ্ছে!

     রাগ-ক্ষোভ ঘৃণা-সব ডানা মেলে 

রাতদিন ঘুরে বেড়াচ্ছে,

     তাই ক্ষমা,দয়া-দাক্ষিণ্যরা বুঝি 

সব দমবন্ধ হয়ে মরেছে।

     মানুষ আজ যন্ত্রবত- তাই 

খেয়াল-খুশির নেই কোন অবকাশ,

    নিঃস্বার্থ প্রেম আজ নিষ্ঠুর পরিহাস। 

ভালবাসারা আজ হিসেব করতে শিখেছে,

    তারা বোঝে শুধু দামী গাড়ী-বাড়ি,

প্রকৃত ভালবাসারা তাই পথ বদলে 

     রূপকথার দেশে দিয়েছে পারি। 

সরলতার অর্থ আজ বোকা,

    মান-অভিমানের নেই কোন দাম,

ভদ্র মানে ভীতু তুমি,

     উপকারের নেই কোন প্রতিদান। 

আসল ভো কাট্টা হয়ে গেছে ঊড়ে,

     নকল দখল করেছে বাজার,

করে না কেউ অন্যায়ের প্রতিবাদ,

     ভালোমানুষি আজ যেন ইতিহাস। 

প্রতিযোগিতা চলছে রাতদিন-

     সম্পর্ক গুলো পায়চারি করছে ইতস্তত,

হিংসার জ্বলামুখী জ্বলছে চিত্তে-

    সত্য আজ ডুবে গেছে মিথ্যের চোরাবালির স্রোতে। 

মানুষে মানুষে এতো বিদ্বেষ-এতো বিভেদ

     সব সমীকরণ বদলে গেছে,

কলিযুগের নতুন হাওয়া লেগেছে পালে-

    তাও পৃথিবী চলেছে নিজের নিয়মে।

আজও পূর্ণ শশী হেসে ওঠে পূর্ণিমা রাতে-

    আজও দিনমণি উদিত হয় রোজ প্রভাতে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract