খুব প্রয়োজন
খুব প্রয়োজন


সকাল বেলায় পায়ে চটি গলিয়ে
ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায়
হাজির হয় গিয়ে সোজা চায়ের দোকানে
তার বুক পকেটে পড়ে আছে সুতপার চিঠি
কত বার জবাব লিখতে গিয়ে
আকাশের বুকে তাকিয়ে থাকতে থাকতে
ভেসে উঠেছে সুতপার অবয়ব
চোখ নামিয়ে নিয়েছে সে অপরাধীর মতন।
ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে
খবেরর কাগজে তন্নতন্ন করে খোঁজে
একটা কর্মখালির বিজ্ঞাপন
বাবার ফিক্সড ডিপোজিটের সুদে
সংসার চলছে না আর
'একটা কিছু কর খোকা' মা বলে যখন তখন
এখন সুতপা নয়
বেঁচে থাকার জন্য সবার আগে
একটা চাকরি তার খুব প্রয়োজন।