STORYMIRROR

Amaresh Biswas

Abstract

2  

Amaresh Biswas

Abstract

খুব প্রয়োজন

খুব প্রয়োজন

1 min
695

সকাল বেলায় পায়ে চটি গলিয়ে

ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায়

হাজির হয় গিয়ে সোজা চায়ের দোকানে

তার বুক পকেটে পড়ে আছে সুতপার চিঠি

কত বার জবাব লিখতে গিয়ে

আকাশের বুকে তাকিয়ে থাকতে থাকতে

ভেসে উঠেছে সুতপার অবয়ব

চোখ নামিয়ে নিয়েছে সে অপরাধীর মতন।

ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে

খবেরর কাগজে তন্নতন্ন করে খোঁজে

একটা কর্মখালির বিজ্ঞাপন

বাবার ফিক্সড ডিপোজিটের সুদে

সংসার চলছে না আর

'একটা কিছু কর খোকা' মা বলে যখন তখন

এখন সুতপা নয়

বেঁচে থাকার জন্য সবার আগে

একটা চাকরি তার খুব প্রয়োজন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract