খুব কাছাকাছি
খুব কাছাকাছি


মনে মনে বহুদূর পৌঁছেগেছি
দূর ঠিক নয় তোমার ভীষণ কাছাকাছি
সেটাও ও তো নয় মনেহয় ,
তুমিই এসেছো কাছে, বিছনায়
ঘরের কোনে এক দু টোপ রোদ্দুর
কিম্বা বালিশে ফুলের সুবাস রেখেছি খোলা বুকময়
পাথরের মতো ভারী হয়েছে বুক
সম্পর্ক নামের অসুখ রেখেছি পুষে
কাউকে কখনো উড়তে দেখেছো হতাশায়
শরীরে তোমার এ কেমন গভীর প্রবেশ ভালোবাসায়
দেহ করেছো ভীষণ ভারী, অনুরাগ
ওজন বেড়েছে নিকট আত্মীয় প্রেম
তোমার তালুতে কাটার দাগ