STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Classics Inspirational

4  

Bisweswar Mahapatra

Abstract Classics Inspirational

খড়কুটো

খড়কুটো

1 min
398


সবার মুখেই শোনা-খড়কুটো ধরে বাঁচতে হয়,

তবে ভাঙাচোরা যা কিছু,তাই দিয়ে কেন নয়!


মোরা ভাঙছি দিনে দিনে তেতো সম্পর্কগুলো

মোরা ভাঙছি পুরানো আসবাব আর খেলনা,

শৈশবে যেই ভাঙা শিখেছি পুতুল খেলার ঘর

আজ তাই নতুন করে সব কিছু মনে হয় ফেলনা৷


তবু সময়ে মুখ দেখি সেই ভাঙা মুকুরেরই মাঝে,

ভাঙাচোরা যা কিছু পাই মনের কোনে- সকালসাঁঝে৷


প্রহরের পর প্রহর কেটে যায় চোখের জলে

ভাঙাচোরা যা কিছু নিয়ে স্মৃতির সরণীতে,

বিপনী গড়ি আপন অট্টালিকার বৈভব মাঝে

পুনঃ পুনঃ রচিতে নব নবীনেরে এই ধরণীতে৷


Rate this content
Log in

Similar bengali poem from Abstract