খেলনাপাতি
খেলনাপাতি
খেলনাপাতি
মানিক চন্দ্র গোস্বামী
ছোট্ট খোকার খেলনা গাড়ী,
হরেক রকম, রকমারি।
ট্রেন ছুটেছে ভীষণ জোরে,
এই বুঝি কারে ধাক্কা মারে।
এরোপ্লেনটা উড়ছে বেঁকে,
পড়লো বুঝি দাদুর টাকে।
গরুর গাড়ী আস্তে ছোটে,
গাড়োয়ান তার বড্ডো বেঁটে।
হাতের লাঠি উঁচিয়ে রেখে,
মারছে খোঁচা গরুর বুকে।
চাবির প্যাঁচে ছুটছে লরি,
জীপ গাড়িটা বেজায় ভারি।
বাজিয়ে ঘন্টা ছোটে দমকলে,
রাস্তা ছেড়ে দাঁড়াও সক্কলে।
টানা রিকশা পথের মোড়ে,
ঘন্টা শুনে দাঁড়িয়ে পড়ে।
ট্রাফিক পুলিশ হাত উঁচিয়ে
রাস্তা দিলো পার করিয়ে।
মাল গাড়িটা লাইন ধরে,
এগিয়ে চলে বৃত্ত ঘুরে।
এক্কা গাড়ী টগবগিয়ে
এগিয়ে গেলো পাল্লা দিয়ে।
যাত্রী অনেক দোতলা বাসে,
কেউ বসেছে জানালা পাশে।
খেলনা গাড়ী ছড়িয়ে রেখে,
ঘুম এসেছে খোকার চোখে।
খোকা ঘুমোলো, খেলা ফুরোলো,
মায়ের হাজার কাজ বাড়লো।
খেলনা তুলে গুছিয়ে রাখা,
একটা হারালে কাঁদবে খোকা।
