খেলা
খেলা


রাজা একটি বালিকা চাইলো।
এই খেলায় কল্পনাদি আমাকে একবার ও
রাজা হতে দিলো না।
সেই সকাল থেকে উঠে ভাবতে থাকি
পাট দিয়ে বানানো জ্যামিতিক গোঁফে কতখানি
গদের আঠা দিলে ঠিক ঠাক রাজা মনে হবে।
দূর্গা বিসর্জনের পর জলে ডোবা মটুক
বড়দির লুকিয়ে রাখা ত্যারাব্যাঁকা তোরঙ্গ থেকে চুরি করেছি।
কল্পনাদি তোমার দলে আর খেলবো না
কাল থেকে রানি এক বালক রাজা চাইবে
এমন দলে নাম লেখাবো।