AYAN DEY

Classics


3  

AYAN DEY

Classics


খবরবাজার

খবরবাজার

1 min 429 1 min 429

ব্যোমকেশ তুমি ভালোই করতে

কাগজ প​ড়তে

কিন্তু খবর প​ড়তে না ;

প​ড়ার মতো খবরগুলোয় কিচ্ছু থাকে না ।

গদগদ কিছু মশলামুড়ি

মেখে রাখা যেন ,

যেন কষে রাখা হয় পাতায় ;

কুটিল - জটিল বিষ​য়গুলো থাকে না মাথায় ।


তবে কি তুমি সিধু জ্যাঠা

তাকে কি গেছো ভুলে

দিয়েছো পুরো বাদ ?

উনি তো কাগজ টুকরো কাটতেন নিখাদ !


মনে আমার দ্বন্দ্ব হলো ,

ব্যারাম হলো প্রাণের ,

আমার এই মনের ;

নাকি ভাবনাগুলোই ঠেকছে বড়ো খেলো ?


Rate this content
Log in

More bengali poem from AYAN DEY

Similar bengali poem from Classics