খাঁটি বাঙালিয়ানা
খাঁটি বাঙালিয়ানা
যায়না ছুটে কখনো মোদের
এই দুরন্তপনা,
আমরা হলাম ভাষাভাষী খাঁটি
বাঙালিয়ানা।
জাতে, যায় হোক বাঙালী সবে
থাকি মিলেমিশে,
কারো সাথে নেই বিবাদ সবাই
সবাই যে যে বেশে।
সবার সুখে হাঁসি গায়
দুখে করি কান্না,
জয় পরাজয় হবেই তবু
হিংসা বিদ্দ্বেশ আর না।
করেনা কেউ কারো প্রতি
মিথ্যা অবিচার,
খারাপ ভালো থাকেই মাঝে
তাদের পাপাচার।
হোকনা তবু ক’জনই থাকুক
মিলেমিশে বাঁচুক,
দুষ্টু গরু দূরে থাকুক
অল্প ক'জনই টিকুক।
যেমন কর্ম তেমন ফল পাবেই
সে ঠিক ঠিক,
ভালোরা ভালোবেসে ভরাবে
চতুর্দিক।
সত্য ন্যায়ের ধর্মে সবাই
মিলেমিশে চলে,
বাঙালিরা তাই একে অপরকে
আপন আপন বলে।
