কেউ কেউ
কেউ কেউ


হাত নেড়ে চলে গেল খুব দ্রুত পায়ে
দু-দণ্ড বলবে কথা সে সময় নাই
বেকারের দিন-রাতে কি বা আসে যায়
তার কথা না শুনে কি চলে গেল তাই।
দেওয়ালে হয়নি কতকাল চুনকাম
ফাটল দিয়েছে দেখা এখানে ওখানে
বড় আশা বুকে নিয়ে সে তো রয় ঠায়
কোথায় মালিক চলে গেছে কে তা জানে।
কত পথ সোজা যেতে যেতে বেঁকে যায়
জানা নেই গন্তব্য আরও কত দূরে
আঁধার ঘনিয়ে এলে চলে দ্রুত পদে
যেতে হবে বহুদূর নিশ্চিন্দিপুরে।
কে দাঁড়িয়ে থাকে চিরকাল বাসস্টপে
নির্দিষ্ট বাস এসে গেলে চলে যায়
পরিচিত কেউ দেখে হেসে কথা কয়
কেউ আবার দেখেনি যেন ভাবটা দেখায়।