কেন বাড়ি ফিরব
কেন বাড়ি ফিরব
1 min
559
কেন বাড়ি ফিরব?
এমন কি কেউ আছে
যে শুধু আমার জন্য অপেক্ষা করবে!
বাড়ি ফিরতে না-পারলে ফোন করে জানাতে যাব কেন?
না-ফিরলে কেউ কি সারা রাত জেগে বারবার ঘড়ি দেখবে!
নাকি মোবাইলের বোতাম টিপবে!
'রাত হলে বাড়ি ফিরতে হয়'
শুধু সে জন্য আর বাড়ি ফিরব না।
যার নূপুরের শব্দে গোটা বাড়ি ঝনঝন করে বেজে ওঠার কথা
সে যদি চাবি দেওয়া পুতুল হয়
কেন বাড়ি ফিরব?
ফিরতেই যদি হয়
হাওয়ায় ওড়া কোনও আঁচলের কাছে ফিরব
অথবা ফিরব কোনও লাজুক ইশারার কাছে।