কচ্ছপের ধ্যান
কচ্ছপের ধ্যান
জলের কচ্ছপ,
তার ডাঙ্গায় ডিম।
দুদিক সামলে,
সে খাচ্ছে হিমশিম।
এক দিকে প্রাণ,
তো অপর দিকে দেহ।
আজ মন জুড়ে,
শুধু তার সন্তান স্নেহ।
ফ্যালফ্যালে দৃষ্টি,
যেন যোগী ধ্যান করে।
গোপনে সাধনা তার,
কত যতনে আদরে।
মন তার ভুলোভুলো,
কচ্ছপ আজ তালকানা।
এক চিন্তায় সে বিভোর,
কবে ডিম ফুটে হবে ছানা ?