কবিতা
কবিতা
কি নির্মম! কি নিষ্ঠুর ওরা!
আগ্রাসন চালায় !করে মানুষ হত্যা!
জল ,রুটির হাহাকার
নিষ্পাপ শিশুদের ও নেই নিস্তার!
কি করে রবে?
কালেকালে দানবেরা আসে,
রণ খেলা খেলতে ,ধরণীর বুকে!
রক্ত দেখে তৃষ্ণা মেটে
নেশা কাটে বারুদের গন্ধে!
আড়ালে ইবলিশ হাসে হা হা হা হা
নরকের সঙ্গী পেয়ে।
ক্ষণে ক্ষণেে হুঙ্কার ছাড়ে রাজ ঋষি ,
মোড়লদের ডরে ডরে।
পাপের শহরে পপেরাও শঙ্কিত!
নরকিয় মৃত্যু কবে কড়া নাড়ে।
