প্রেমের কবিতা
প্রেমের কবিতা
শুধু তোমার জন্য
এই হৃদয় অরণ্যে
সারি সারি গোলাপ ফুটেছে।
কত ফুল নেবে?
ভালবাসার সুবাস ছড়িয়ে
তোমায় করবে ধন্য!
তুমি শুধু কথাা দাও
তুমি আর কারো নও
তুমি শুধু আমারেই জন্য।
রেখো মনে ভরসা
প্রেমো বর্ষায়, ভেজাবো তোমায়
আঁখিতে দিবো মায়ার কাজল!
সহস্র কবিতা
তোমায় দিব উপহার
আমার জন্যে শুধু মেহেদীতে
রাঙ্গাবে দু’হাত।
সংক্ষিপ্ত

