ভাবনা
ভাবনা
তুমি নেই ! তবু আজ
তোমার ভাবনা আছে,
তোমার ভালবাসা পাইনাা বলে
দু'চোখেে অশ্রু আজো ঝরে !
গিরি গিরি ব্যথা ভরে
বুকটা শূূূূণ্য করে
রইলে তুমি কোথা ?
এতোমার কোন খেলা!
পুতুুুলের মত ভাংগো মন
যৌবন বেলায়।
কলস্বিনীর মতো করে যাও গ্রাস
না বুঝে কারো ব্যথা!
ভালবাসা কিযে জ্বালা
জ্বলি হৃদয় পুড়ে !
অশান্তি বিরাজ করে
জীবনের শান্তি হেরে
সখী তোমায় পাইনি বলে !

