অভিমান
অভিমান
খুব বেশি অভিমানী ছিলে
অভিমান নিয়েই আজো রয়ে গেলে,
একি শুধুই অভিমান?
নাকি নিজেকে গুটিয়ে নেবার ভান?
তবুওতো ভুুুুুলতে পেরেছো
হয়তোবা, লাভ ক্ষতির অংকটা কষে,
দুর্গম পথ পাড়ি দেবার মতো ধৈর্য্য
হয়তো এতোদিন হারিয়ে ফেলতে।
এইযে আমি, সেই বেখেয়াল ভুলা মনা
শুধু তোমাকেই ভুুুুলতে পারিনা কখনই!
তোমার স্মৃতিগুলো
নিঝুম রাতের নিদ্রা কেড়ে নিয়ে
নির্ঘুম করে রাখে আমায়!
কখনো তন্দ্রা এলে ,স্বপ্নের ঘোরে তোমায় দেখি
আমায় নিয়ে যাও শৈশবে,
বকুল ফুলের মালা পড়াবে-
অমনি ফুল গুলো উঠানে ছড়িয়ে পড়ে।
এই ফুুলের অধিকার যেন হারিয়ে ফেলি
মালিরা কুুড়ে কুড়ে নিয়ে যায়।

