STORYMIRROR

Sipra Debnath

Abstract Others

4  

Sipra Debnath

Abstract Others

কবিতা আসেনা

কবিতা আসেনা

1 min
241


কবিতা আসেনা


অনেকবার দেখেছি চাইলেই কবিতা লেখা যায় না

আর লিখলেও কবিতা হয়ে যায় না

অচঞ্চল মনে কবিতার ধ্যানে না বসলে 

কবিতারা আসেনা।

কবিতার প্রতি নিষ্ঠাবান না হলে

ওরা কবির কাছে আসতে পারে না

বিভ্রান্তিকর পরিবেশে ওরা আসতে চায়না।

একনিষ্ঠ প্রেম না হলে ধরা দিতে

কবিতার বড়ো বইয়েই গেলো,

কবিতা তুমি যদি কাছে টেনে নাও

তিন সত্যি করে বলছি তোমার হয়েই থাকতে চাই 

নেবে না তোমার করে?

© Sipra DebnathTultul.



Rate this content
Log in

Similar bengali poem from Abstract