STORYMIRROR

বিকাশ দাস

Classics

4  

বিকাশ দাস

Classics

কবির গণতন্ত্র

কবির গণতন্ত্র

1 min
862

হে কবি পুঁথিতে পুঁথিতে গাঁথিও না ধর্ম শ্লোক মন্ত্র

তোমার নিজস্ব শব্দের বিন্যাসে মুক্ত থাক গণতন্ত্র।


হে কবি শঙ্খের ফুঁক নিয়ে আসুক ঘরে ঘরে মঙ্গল

তোমার কলমের তীর্থ ভেঙে দিক মানুষের দঙ্গল।


হে কবি মন্দের ক্রান্তি বিরোধ যাক নিপাত চিতায়

তোমার কণ্ঠের স্বর মনুষ্যত্ব নিয়ে বাঁচুক বীরতায়।


হে কবি মিথ্যে জয়ের মুখোশে না খোয়ায় সততা

তোমার শব্দের খড়গ মিছিলে মিশুক শান্তির বার্তা।


হে কবি জল মাটি বায়ুর শ্রীজাত গণতন্ত্রের আওয়াজ

তোমার বাণীর বাণে মানুষ হোক যতসব তোলাবাজ।


হে কবি বাঁধো ছন্দ স্তবকে স্তবকে কবিতার তোয়াজ

তোমার কলমে কালির ছলাতে স্বচ্ছন্দ গণতন্ত্র আজ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics