কাঁটা
কাঁটা
হয়তো তোমার ধুলো মাখবো বলে
বা তোমার লালে অল্প ভিজবো বলে;
কে জানে কোন ঝোপের মাঝে এসে
বিঁধেছি আমি এই কাঁটা...?
ব্যাথা তো একটু হয়েই থাকে এবেলা,
কোমল আখ্যানে বুকের চিরাগ ক'দিন জ্বলে?
তুলে ফেলেছো সেই ঝোপের মধ্যে আবার,
তবে আজও ওই বিঁধে যাওয়ার দাগটুকু...
তুমি তো বনের পথ ত্যাগই করেছো-
তবে কি আর...?
ঠিক আছে এপথে এলেই ফের মেশা যাবে |