STORYMIRROR

Supratik Sen

Fantasy

3  

Supratik Sen

Fantasy

কানাই, কানাই, কানাই, কানাই

কানাই, কানাই, কানাই, কানাই

2 mins
17.3K


নিত্য নতুন জগাই-মাধাই

মনের মাঝে সকাল সাঁঝে

নিচ্ছিল যে ঠাঁই

নিতাই এসে ভালবেসে

আত্মহারা করল যে সে...

ক্ষমার সমুদ্দুরের ঢেউ এর ভিতর

উঠল জেগে পবিত্র স্বর

কানায় কানায় বাজিয়ে সুর 

কানাই, কানাই, কানাই, কানাই*

হেসে ব’লে মিষ্টি মধুর

গুনগুনিয়ে অষ্টপ্রহর

ভরিয়ে দিল ভুবনটা মোর

ভালবাসার আগুনেতে

কতকালের জগাই-মাধাই 

ভস্ম হল এক নিমেষে

আমার ভুবন আনন্দেতে

উঠল ভ’রে তাই

কানা কালা চোখে কানে

ভরল কাজল কানাই গানে

এখন শুধুই মনের ভিতর

নিত্য নিতাই নৃত্য মুখর

সারা শরীর জুড়ে যে ভাই

সুরে তালে করছে বিভোর

চৈতন্য গৌর নিতাই এর স্বর

কানাই, কানাই, কানাই, কানাই।

  


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy