স্বপ্নের রঙিন দুনিয়ায়
স্বপ্নের রঙিন দুনিয়ায়
ঘুমিয়েছি সেদিন বেশ রাত করে।
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেন ভেসে চলেছি,
ময়ূরপঙ্খীতে চেপে হারিয়েছি স্বপ্নের দুনিয়াতে।
যেখানে সবই সুন্দর, নেই মানুষের অহেতুক সমালোচনা,
নেই দুঃখ, কষ্ট বা বেদনা, নেই কোনও যন্ত্রণা,
শুধুই আছে সব না পাওয়াকে পেয়ে যাওয়ার সান্ত্বনা।
ছুঁয়েছি আকাশ, ছুঁয়ে দেখেছি মেঘ, ভিজেছি ঝর্ণার জলে।
করেছি সবকিছু চেয়েছে মন যা, গিয়েছি জাগতিক সব ভুলে।
ঐ অদূরে পরীর দলেরা করছে শুধুই খেলা,
কাছে যেতেই পবিত্র আলিঙ্গন আর ছড়িয়ে দিচ্ছে ফুলের মেলা।
স্বপ্নের রঙিন দুনিয়ায় সবই সুন্দর, মোহময়ী ও জমকালো,
বাস্তব দুনিয়ায় নেমে এসে তবে পাই না কেন তা জানো?
