স্বাধীনতার সকাল
স্বাধীনতার সকাল
স্বাধীন ভারতের আকাশ, বাতাস
যে সকল বীরের অবদান,
আমার অন্তরের গভীর শ্রদ্ধা
তাদের চরণে করি নিবেদন।
ভারত মায়ের বীর সন্তান তারা
দিতে রাজি ছিল যারা প্রাণ,
পরাধীনতার অন্ধকার ঘুঁচে
আমরা আজ পেয়েছি
স্বাধীনতার সকাল।
